পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার বাইপাস কচুয়াই রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহত ২৯ জন বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস পটিয়ার পাশের চন্দনাইশ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস পটিয়া হয়ে চন্দনাইশে ক্যাম্পাসে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় রুটের বিপরীতমুখী একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সরোয়ার কামাল জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মইজ্জ্যারটেক থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিল। বাসে থাকা ২৯ শিক্ষার্থী আহত হয়েছে। আহত সবাইকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চিকিৎসার দায়িত্ব নেয়।আহতদের মধ্যে ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যদের চিকিৎসা চলছে বলে সরোয়ার কামাল জানান।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বাস দুটি হেফাজতে নেওয়া হয়েছে। উভয় বাসের চালকরা পালিয়ে গেছে।’
