নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। সোমবার রাতে খুলশী থানাধীন ১ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান। তিনি বলেন, রাতে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
