২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে করোনয়ায় বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক: নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।বুধবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরী ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।মৃত ৮০ বছর বয়সী জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।ফরিদ উদ্দিন বলেন, “মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নিউমোনিয়া আক্রান্ত রোগী হিসেবে ভর্তি করা হয়। এ সময় তার তীব্র কাশি, শ্বাসকষ্ট ও জ্বর ছিল।“ভর্তির পর তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। ওইদিন দুপুরে তার কারোনাভাইরাস শনাক্ত হয় এবং ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”নতুন করে করোনাভাইরাস ছড়ানোর পর নোয়াখালী জেনারেল হাসপাতালে এটিই প্রথম কোন রোগীর মৃত্যু এবং প্রথম কারো শরীরে শনাক্ত হয়েছে বলে জানান তিনি।তবে হাসপাতালে ভবন সংকটের কারণে এখনও করোনা ইউনিট চালু করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, “গণপূর্ত বিভাগের সঙ্গে আলোচনা চলছে। বৃহস্পতিবারের মধ্যে করোনা ইউনিট চালু করতে পারবো আশা করছি।”জেলা সিভিল সার্জন মরিয়ম সিমি বলেন, “নোয়াখালীতে এ পর্যন্ত মোট তিনজনের করোনাভাইরস শনাক্ত হয়েছে। কিট সল্পতার কারণে উপজেলা পর্যায়ে পরীক্ষা এখনও শুরু করা যায়নি।”

 

আরও পড়ুন