৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার জেসমিন আরা রুমা ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে।তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া জেসমিন আরা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। তিনি ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। তাকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন