৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোটে প্রত্যাখ্যান করতে পারলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়, পরে দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুদক চেয়ারম্যান বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে। এটি পুরোপুরি নির্মূল করা কঠিন। তাই আসছে নির্বাচনে সঠিক লোককে নির্বাচিত করাই সবচেয়ে বড় দায়িত্ব।’তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব, কিন্তু দুর্নীতি বিরোধীদের উদ্যোগ মাত্র এক দিনের। দুর্নীতি প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশসহ আনকাকের ১৯১টি সদস্য রাষ্ট্র এ দিনটি পালন করছে। এ বছরের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।’
রাজধানীসহ দেশের ৮ বিভাগ, ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় এবার বড় পরিসরে দিবসটি উদযাপন করা হচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা, সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনজিওগুলোও নানা কর্মসূচি হাতে নিয়েছে।দুদকের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। ২০০৭ সালে দুদক প্রথম এই দিবস পালন শুরু করে, সরকারিভাবে ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে উদযাপন হচ্ছে।

আরও পড়ুন