নিজস্ব প্রতিবেদক: অন্তবর্র্তী সরকারকে নিরপেক্ষ থেকে বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর শাহজাহান চৌধুরী। রোববার সকালে নগরীর দেওয়ান বাজারে নগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলটির এক সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দেওয়ায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। কিন্তু সম্প্রতি লন্ডন সফরের সময় একটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং করা হয়েছে। এর পর বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। আমরা মনে করি, এতে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে এবং এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার তার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে।এ বিষয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তার অভিমত প্রকাশ করবেন বলে আশা করেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মনে করে, প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান। শুধু কোনো একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্র্বতী সরকারকে নিরপেক্ষ থেকে বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী।
