অনলাইন ডেস্ক: চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এই ঘটনা ঘটে।
বাসটির চালক আবদুর রহিম জানান, বাসটি (জ ১১-১১০৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে পেট্রোল বোমা মতো কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোন ক্ষতি হয়নি। তবে বাসে আগুন ধরে যায়।





