বিনোদন ডেস্ক : উত্তরপ্রদেশের বারাবকীতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং। রাত ১০টার পরে মঞ্চে উঠে পারফরম করতে শুরু করেন। এরপরেই বিপাকে পড়েন নায়িকা।অভিনেত্রীর শরীরী বিভঙ্গে উত্তেজনার পারদ চড়তে শুরু করে, উপস্থিত দর্শকেরাও উন্মত্ত হতে শুরু করেন।তাকে একবার ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন, মঞ্চের দিকে শত শত লোক ছুটে আসেন। তাকে ছুঁতে না পেরে চেয়ার ভাঙতে থাকেন। ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ঝলকে দেখা গেছে, মঞ্চে পৌঁছানোর জন্য ব্যারিকেডও ভেঙে ফেলেন তারা।পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান। ততক্ষণে ঘটনাস্থল যেন রণক্ষেত্রে রূপ নেয়। খবর, উত্তরপ্রদেশের বারাবঁকীতে অক্ষরা সিংহের অনুষ্ঠানে দর্শকের তাণ্ডব।নিজেকে বাঁচাতে মাঝপথে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন ভোজপুরি নায়িকা।
অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য জানিয়েছে আয়োজক কমিটি। তারা জানিয়েছে,বারাবকীর রামনগর তহসিল এলাকার মুরানিক মহাদেব ধামে আয়োজিত একটি উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল অক্ষরাকে। নির্দিষ্ট সময়ে তিনি যখন মঞ্চ ওঠেন, তখন থেকে পুরুষ দর্শক উদ্বেল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই দর্শকের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছিল কমিটি।
ব্যারিকেডে ঘিরে দেওয়া হয়েছিল চারপাশ। খবর, প্রশাসনিক সহায়তায় অক্ষরাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রশাসন থেকে জানানো হয়েছে, উপস্থিত দর্শকসংখ্যা প্রত্যাশিত দর্শকের দ্বিগুণ ছিল। তাই এই বিশৃঙ্খলা ঘটেছে।





