টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মাছ ধরার ছদ্মবেশে পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে নাফ নদীর পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. শামসুল আলম (৩২)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মো. ভুলু মিয়ার ছেলে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার সন্ধ্যায় কক্সবাজার ৬৪ বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন সিভয়েস২৪’ বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাদক পাচারকারীরা মাছ ধরার জেলে ছদ্মবেশে নদীপথে মাদক পাচারের চেষ্টা করছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে কড়া নজরদারি বাড়িয়েছি।’
তিনি জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বিজিবির একটি টহল দল পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। পরে রাত সাড়ে আটটার দিকে নাফ নদী পেরিয়ে আসা দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় একজন পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। পরে তার ঘাড়ে ঝোলানো একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
