৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নদী ও খালের মুখে ড্রেজিং করছে বন্দর:জলাবদ্ধতা নিরসন

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নেভিগেশন চ্যানেল ও নদীর খালের মুখগুলোতে নিয়মিত ড্রেজিং করছে। ফলে নদীতে খাল ও নালার মুখে ভেসে আসা প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য অপসারণ হচ্ছে, পানি প্রবাহও সচল রয়েছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজাখালী খাল, চাক্তাই খালসহ নগরের সঙ্গে কর্ণফুলী নদীর সংযুক্ত বিভিন্ন খালের মুখে বর্জ্য অপসারণের কাজ বন্দরের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে হচ্ছে। ইতিমধ্যে রাজাখালী খালের মুখে মাটি ও বর্জ্য অপসারণ করে ২-৩ মিটার গভীরতা আনা হয়েছে।তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাব ড্রেজারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে খালের মুখে ড্রেজিং করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকায় নগরের বর্জ্য পানি নির্বিঘ্নে নদীতে পড়ছে।
খাল, নালা, নদী ও ড্রেনে সরাসরি বর্জ্য না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নগরের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন