২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন জল্পনা বলিউডে—দীপিকার জায়গায় সাই পল্লবী?

অনলাইন ডেস্ক : আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে একাধিক ছবি হাতছাড়া করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই শর্তের জেরেই প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডী বাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমা থেকে। পাশাপাশি পারিশ্রমিক বাড়ানোর দাবি থাকায় নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয় বলে জানা গেছে। শেষ পর্যন্ত ওই ছবিতে দীপিকার পরিবর্তে অভিনয় করেন তৃপ্তি ডিমরী।একইভাবে আরো একটি বড় প্রকল্পেও এবার দীপিকার জায়গায় দেখা যেতে পারে সাই পল্লবীকে। দীপিকার কাজের সময়সীমা নিয়ে দীর্ঘদিন ধরেই বি-টাউনে আলোচনা চলছে। এই বিতর্কের প্রভাব পড়েছে নাগ অশ্বিন পরিচালিত আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলেও। প্রথম পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা, যা ছাড়া সিকুয়েল কল্পনা করাই কঠিন ছিল বলে মনে করেন অনেকেই।তবে নির্মাতাদের দাবি, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাবের’ কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সিকুয়েলে দীপিকার চরিত্রে সাই পল্লবীকে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা বা অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে, দর্শকদের একাংশের ধারণা—সিকুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত দেখানো হতে পারে এবং সাই পল্লবীকে একেবারে নতুন চরিত্রে পরিচয় করানো হবে।এই বিষয়েও এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি।
দীপিকা বাদ পড়ার পর প্রথমে গুঞ্জন উঠেছিল, ওই চরিত্রে আলিয়া ভট্টকে দেখা যেতে পারে। তবে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাই পল্লবীই। শেষ পর্যন্ত চরিত্রটি কার ঝুলিতে যায়, সেটাই এখন দেখার বিষয়। সূত্র জানায়, প্রভাস অভিনীত এই ছবির জন্য দীপিকা প্রায় ২০ দিন শুটিংও সম্পন্ন করেছিলেন।তবে কাজ শুরুর পরই মতবিরোধ চরমে ওঠে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকা তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি দিনে ৭ থেকে ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দেন। এরপরই নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানান, ছবিটিতে আর দীপিকা অভিনয় করবেন না।সূত্র : আনন্দবাজার।

আরও পড়ুন