বিনোদন ডেস্ক: মডেলিং দিয়ে শুরু, এরপর উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। এরপর বড় পর্দায়ও অভিষিক্ত হন। একটা পর্যায়ে গিয়ে অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন তিনি। অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে রাখেন আলোচনায়।২০১৮ সালে, ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে ফারিয়ার। গানটি প্রকাশের পর আলোচনার পাশাপাশি ব্যাপক সমালোচনাও হয়। এরপর তিনি আরো চারটি গান প্রকাশ করেছেন।এরমধ্যে খবর, বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া।গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে আরেকটি গান রেকর্ড করলেও সেটি এখনো প্রকাশিত হয়নি।বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফারিয়া সেই গান প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন এবং নিজের নতুন সংগীত পরিকল্পনা সম্পর্কে জানান।এসময় নুসরাত ফারিয়া বলেন, ‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে আর সেটি সময়সাপেক্ষ।
আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে, নতুন কিছু দেখার অনুভূতি দেবে। সে কারণেই সময় লাগছে।’ফারিয়া জানিয়েছেন, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্টই খুব সুন্দরভাবে এগোচ্ছে।
এই অভিনেত্রী আরো জানান, তিনি এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে চান যাদের গান শুনে বড় হয়েছেন। বললেন, ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন, যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে যদি কাজ করার সুযোগ পাই, সেটা হবে সত্যিই দারুণ ব্যাপার। এমন কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কতদূর যাওয়া যায়।’ সংগীতের পাশাপাশি শিগগিরই বড় পর্দায়ও ফিরছেন ফারিয়া। তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরে আরেকটি আন্তর্জাতিক সফরে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।




