১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নকল বন্দুক তাক করায় পুলিশ ছুড়ল আসল গুলি, প্রাণ গেলো এক ব্যক্তির

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নকল বন্দুক তাক করার পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক পুলিশ সদস্য। ওই পুলিশ সদস্য তখন ছুটিতে ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের স্টেটেন আইল্যান্ডে।স্ট্যাটেন আইল্যান্ড পেট্রোল বরোর অ্যাসিস্ট্যান্ট চিফ মেলিসা এগার এক সংবাদ সম্মেলনে জানান, রাত ৮টার দিকে ৯১১-এ একটি ফোন আসে।ফোনে বলা হয় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছেন। ঘটনাস্থলে ছুটিতে থাকা এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সদৃশ কিছু বহন করতে দেখেন। তিনি বিষয়টি আরেকজন ছুটিতে থাকা কর্মকর্তাকে জানান। তারা দুজনই ওই ব্যক্তিকে অস্ত্র ফেলে দিতে বলেন।কিন্তু ওই ব্যক্তি উল্টো তাদের দিকেই অস্ত্রটি তাক করে রাখেন।
এরপরেই এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি নকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মেলিসা এগার আরো বলেন, ‘আমাদের কর্মকর্তারা এক বিপজ্জনক ও অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছিলেন। একাধিকবার তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারেনি।’ ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে এই মুহূর্তগুলো ধরা পড়েছে বলে জানান এগার।
বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহত ব্যক্তির অপরাধমূলক অতীত আছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা, তবে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।সূত্র : আরব নিউজ।

আরও পড়ুন