খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম- ৮ সংসদীয় আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত ধানের শীষে’র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরে’র সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ এরশাদ উল্লাহকে দেথতে যান জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের প্রচার সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন খাঁন। রোববার সকাল সাড়ে এগারোটায় আলহাজ্ব মুহাম্মদ এরশাদ উল্লাহর বাসভবনে তিনি দেখতে যান।
উল্লেখ্য বিগত, ৫ই নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনীয় গণসংযোগকালে চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী থানাধীন ৩ নং পাঁচালাইশ ওয়ার্ডের চাল্লেতলী এলাকার পূর্ব মসজিদ সংলগ্ন ফে্দায়ে পুকুর পাড়ে সন্ত্রাসী হামলায় মর্মান্তিকভাবে গুলিবিদ্ধ হয়ে প্রথমে চট্টগ্রামের অনন্যা আবাসিক এভারকেয়ার হসপিটালে এবং পরবর্তী রাজধানীর ঢাকার স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন ।





