৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দে‌শে আং‌শিক ফাইভ-জি ‌সেবা চালু করল র‌বি ও গ্রামীণফোন

অনলাইন ডেস্ক: গ্রামীণফোন ও রবি দে‌শের ক‌য়েক‌টি শহ‌রে বা‌ণি‌জ্যিকভা‌বে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করেছে। আজ সোমবার দুপুরে রবি প্রথম এক অনুষ্ঠা‌নের মাধ্য‌মে ফাইভ–জি চালুর ‌ঘোষণা দেয়। এর ঘণ্টাখানেকের মধ্যে গ্রামীণফোন ভি‌ডিও বার্তায় ফাইভ–জি সেবা চালুর ঘোষণা দেয়।রাজধানী‌তে রবির প্রধান কার্যালয়ে আ‌য়ো‌জিত এক অনুষ্ঠা‌নে সেবা‌টির আনু্ষ্ঠা‌নিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী প্রমুখ।
যেসব স্থানে ইতোমধ্যে রবির ফাইভ-জি সেবা সক্রিয় করা হয়েছে সেগুলো হলো- ঢাকার ফকিরাপুল (পল্টন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা (শাহবাগ), মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশি, সিলেটের সাগরদিঘীর পাড় এলাকা। এরিকসন ও হুয়াওয়ে র‌বির ফাইভ-জি নেটওয়ার্ক তৈ‌রি‌তে সহ‌যো‌গিতা ক‌রে‌ছে।
রবি জানায়, প্রাথ‌মিকভা‌বে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। কোম্পানি‌টির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, আমরা গ্রাহক অভিজ্ঞতা নিচ্ছি এবং দেখছি যে ফাইভ-জি কতটুকু কাজ করছে। এই নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি নির্ভর করবে গ্রাহক অভিজ্ঞতা এবং ফাইভ-জি উপযোগী ডিভাইসের ওপর।
তি‌নি বলেন, তাদের গ্রাহকদের প্রায় ৬০ শতাংশের হাতে ফোর-জি মুঠোফোন আছে। অন্যদিকে ৬-৭ শতাংশের কাছে ফাইভ-জি মুঠোফোন আছে, কিছু জায়গায় ২০ শতাংশও আছে। যেসব জায়গায় ১৫-২০ শতাংশ ফাইভ-জি মুঠোফোন থাকবে, রবি সেখানে এ সেবা চালু করবে। আগামী বছরের শেষ নাগাদ ৮০০ থেকে ১ হাজার ফাইভ-জি সাইট করার পরিকল্পনা রয়েছে রবির। ফাইভ-জি ইন্টারনেটের দাম ফোর-জির মতোই থাকবে।অন্যদিকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে ফাইভ-জি সেবা চালু করছি।ফাইভ-জি সেবা স্মার্ট সিটি, টেলিমেডিসিন, এআর/ভিআর, ক্লাউড গেমিংসহ বহু উদীয়মান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে ব‌লে ম‌নে কর‌ছেন বি‌শেষজ্ঞরা। ফাইভ-জি সেবা‌ পে‌তে গ্রাহ‌কের হ্যান্ড‌সেট ফাইভ-জি উপ‌যোগী হ‌তে হ‌বে। নেটওয়ার্ক সে‌টিংস থে‌কে ফাইভ-জি অপশন চালু ক‌রে নি‌তে হ‌বে এবং যে এলকায় ফাইভ-জি চালু হ‌য়ে‌ছে সেই এলাকার নেটওয়ার্কের আওতায় আস‌তে হ‌বে। ফাইভ-জি সেবার জন্য সিম প‌রিবর্ত‌নের প্র‌য়োজন নেই।

আরও পড়ুন