আনোয়ারা প্রতিনিধি: বিএনপির বিগত শাসনামলের মতো সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ দেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসনভার তারেক রহমানের হাতে দিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দিঘিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় মিছিলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষিণ করে টানেলের মোড়ে এসে শেষ হয়।
সরওয়ার জামাল নিজাম বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিগত দীর্ঘসময়ে অবৈধভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে ঘুম-খুন, নির্যাতনের রাজনীতি করেছে। তাই বাংলাদেশের মানুষ তাকে বিতাড়িত করেছে। দেশকে প্রকৃত অর্থে ফ্যাসিবাদী মুক্ত করতে হলে গণতন্ত্রের দিকে যেতে হবে।’
বিজয় মিছিলে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
