৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই লাখ টাকা জরিমানা গুনলো বিএসআরএম

নিজস্ব প্রতিবেদক: বায়ু দূষণের কারণে নগরের নাসিরাবাদ শিল্প এলাকাস্থ বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে দুই (২) লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে এ জরিমানার তথ্য নিশ্চিত করেন সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।
তিনি বলেন, ‘১ ডিসেম্বরে বিএসআরএম কারখানা পরিদর্শন করা হয়। এ সময় কারখানার উৎপাদন চলছিল। পরিদর্শনে বায়ু মনিটরিং পরীক্ষা করা হয়। ৩ ডিসেম্বরে গবেষণাগারের ফলাফল বিশ্লেষণে এসপিএম মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালার গ্রহণযোগ্য মাত্রার বাইরে। এ প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রতিষ্ঠানটি দুই (২) লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানা পরিশোধে প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে ধোঁয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লিখিতভাবে তা জানাতে বলা হয়েছে।’

আরও পড়ুন