১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দশ মাসে চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আহরণ ৬২ হাজার ৮১৮ কোটি ৯২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছর শুরু হয় গত বছরের জুলাই মাস থেকে। ওই সময় দেশে চলছিল বৈসম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন, যা শেষ পর্যন্ত গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। ঠিক তারপর পরই দেশে দেখা দেয় ভয়াবহ বন্যা। ওই সময় বন্ধ হয়ে গিয়েছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।
এসব এছাড়াও নানা সময়ে দেখা গেছে পরিবহন ধর্মঘট। এমন চ্যালেঞ্চের মধ্য দিয়ে গিয়েও চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত গত দশ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আহরণ করেছে ৬২ হাজার ৮১৮ কোটি ৯২ লাখ টাকা।
অথচ এর আগের অর্থবছরের একই সময়ে (২০২৩-২৪ এর জুলাই থেকে এপ্রিল) রাজস্ব আহরণের পরিমান ছিল ৫৫ হাজার ৫২২ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ বিগত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দশ মাসের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দশ মাসে ৭ হাজার ২৯৬ কোটি ৩৪ লাখ টাকা বেশি আদায় হয়েছে। ফলে দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী এই শুল্ক স্টেশনের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ।
তবে চলতি ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আহরণে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৪০২ কোটি টাকা। অথচ গতবছরের জুলাই থেকে গত এপ্রিল মাস পর্যন্ত দশ মাসে রাজস্ব আদায় হয়েছে ৬২ হাজার ৮১৮ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে চট্টগ্রাম কাস্টমসকে চলতি মে ও আগামী জুন মাসে মোট ১৭ হাজার ৫৮৩ কোটি ৮ লাখ টাকা আদায় করতে হবে।
এছাড়া চলতি বছরের সর্বশেষ এপ্রিল মাসে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আহরণ চিত্র বিশ্লেষণে দেখা যায়, এই মাসে ৭ হাজার ৩৮২ কোটি ৬৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অথচ এর আগের ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে রাজস্ব আহরণ হয়েছিল ৫ হাজার ৯৬৭ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল মাসের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিলে ১ হাজার ৪১৩ কোটি ১৬ লাখ টাকা বেশি আদায় হয়েছে। শুধু এপ্রিল মাসেই এই সংস্থার রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয় ২৩ দশমিক ৬৭ শতাংশ।
রাজস্ব আহরণ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউজের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম বলেন, দেশ যখন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলো ঠিক তখন থেকেই শুরু হয় ২০২৪-২৫ অর্থবছর। আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়।
ছাত্র-জনতার আন্দোলন, ভয়াবহ বন্যা, গার্মেন্ট শিল্পে নানা সমস্যা ও বিভিন্ন সময়ে পরিবহন ধর্মঘটের কারণে দেশের আমদানি-রপ্তনি বাণিজ্য চলে এক অস্থিরতার মধ্য দিয়ে। তারপরেও চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আহরণে বিগত ২০২৩-২৪ অর্থবছরকে ছাড়িয়ে গেছে।
ইতিমধ্যে এপ্রিলেই রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এখনো দুই মাসের আয় হিসেব যোগ হওয়া বাকি আছে। আশা রাখি ১৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে চলতি বছরের রাজস্ব আহরণে।

আরও পড়ুন