অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে রবিবার (১৮ জানুয়ারি) রাতে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে সামনে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইউরোপে গত প্রায় ৮০ বছরের মধ্যে এটি অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর কমপক্ষে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদমুজ এলাকায়।বিশেষজ্ঞরা ধারণা করছেন, ত্রুটিপূর্ণ রেল সংযোগ দুর্ঘটনার পেছনে বড় ভূমিকা রাখতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ২৬ বছর বয়সী আনা গার্সিয়া আরান্ডা বলেন, হঠাৎ ট্রেনটি একদিকে কাত হয়ে যায়। এরপর সব কিছু অন্ধকার হয়ে যায়, আমি শুধু মানুষের চিৎকার শুনতে পাচ্ছিলাম।বর্তমানে তিনি আদমুজের একটি রেড ক্রস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
মুখে প্লাস্টার লাগানো অবস্থায় তিনি জানান, সহযাত্রীরা তাকে রক্তাক্ত অবস্থায় ট্রেন থেকে টেনে বের করে আনেন। পরে অগ্নিনির্বাপক কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে তার গর্ভবতী বোনকে উদ্ধার করেন। এরপর দুজনকেই অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়।
আনা আরো বলেন, কিছু মানুষ তুলনামূলক ভালো ছিল, আবার অনেকেই ছিল মারাত্মক আহত। তখনই বোঝা যাচ্ছিল—অনেকে বাঁচবে না, কিন্তু কিছু করারও ছিল না।এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর হুয়েলভা, মাদ্রিদ, মালাগা, কর্ডোবা ও সেভিলের বিভিন্ন পুলিশ সদর দপ্তরে এখন পর্যন্ত মোট ৪৩ জন নিখোঁজ ব্যক্তির অভিযোগ জমা পড়েছে।সূত্র : রয়টার্স





