১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৪৫

আন্তজার্তিক ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-তাহলিয়া রাউন্ডআবাউটে ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৫ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনটেনসিভ কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার আহত ও নিহতদের ব্যাপক ঢলে ভীষণভাবে উপচে পড়েছে।এই সর্বশেষ হত্যাযজ্ঞ এমন এক সময় ঘটলো, যখন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই কেন্দ্রগুলো মূলত ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত এবং সমালোচকরা এগুলোকে আখ্যা দিয়েছেন “মানববধ কেন্দ্র” হিসেবে।
এদিকে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৫,৪৩২ জনে এবং আহত হয়েছেন আরও ১,২৮,৯২৩ জন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন