২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তৃতীয় সিনেমায় প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ওমর সানী

বিনোদন ডেস্ক: ’৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী তার প্রথম মুক্তি পাওয়া দুটি সিনেমাতেই কোনো পারিশ্রমিক পাননি। ১৯৯২ সালের ৩১ জুলাই মুক্তি পাওয়া ওমর সানীর প্রথম সিনেমা ‘চাঁদের আলো’ এবং একই বছর ৯ অক্টোবর মুক্তি পাওয়া ‘এই নিয়ে সংসার’ সিনেমায় বিনা সম্মানীতে কাজ করেন তিনি।শুধু তাই নয়, জেনারেটর সহ অন্যান্য মালামাল থাকে যেসব গাড়িতে, সেই গাড়িতে চড়ে প্রথম সিনেমার আউটডোরে গিয়েছিলেন তিনি।এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এমন সংগ্রাম একজন শিল্পী করতেই পারে।
সত্যিকারের অভিনেতা হবার জন্য আমি সহ আরো অনেকেই এরকম অনেক কিছুই বিনা বাক্যব্যয়ে করেছি। কারণ স্ট্রাগল ছাড়া সত্যিকারের শিল্পী হওয়া যায় না’।ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘অগ্নিপথ’-এ ওমর সানী তার প্রথম পারিশ্রমিক ৬০-৭০ হাজার টাকা পেয়েছিলেন। সে টাকা দিয়ে তিনি সিনেমার কস্টিউম কিনেছিলেন।এরকম নেপথ্যের অনেক গল্পই চিত্রনায়ক ওমর সানী শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের সপ্তম পর্বে। শনিবার, ১৭ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি।রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে ওমর সানী জানিয়েছেন, মরণোত্তর পুরস্কার তিনি চান না। যে সম্মান জীবদ্দশায় পাওয়া যায়না, সেটা মৃত্যুর পর পেয়ে লাভ কি?পডকাস্টে চিত্রনায়িকা মৌসুমীর সাথে সংসার, সংগীত তারকা আসিফ আকবরের সাথে দ্বন্দ্ব সহ অনেক বিষয় নিয়েই খোলামেলা কথা বলেছেন ওমর সানী।‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

আরও পড়ুন