অনলাইন ডেস্ক: তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটটি আত্মপ্রকাশ করে।জোটে থাকা দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐকবদ্ধ থাকব। শুধু নির্বাচনী জোট নয়, এটা একই সঙ্গে রাজনৈতিক জোট।এক সঙ্গেই একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করব।’তিনি বলেন, ‘তারুণ্যের উত্থান ঘটেছে। জনগণ আমাদের সঙ্গেই থাকবে। পুরনো দলগুলোর সঙ্গে সংস্কার প্রক্রিয়ায় থেকে আমরা ভুল করেছিলাম।
আমরা এখন থেকে নতুনদের সঙ্গে থাকব। আমাদের সঙ্গে নতুন আরো দল ক্রমান্বয়ে যুক্ত হবে।’এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি।’তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তিনটি রাজনৈতিক দল হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়িয়েছে। আমি একটা কথা বলব, পুরনো রাজনীতি দিয়ে কিন্তু পুরনো ফ্যাসিবাদ দমন করা যায়নি।আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো যথাসাধ্য চেষ্টা করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে। গুম, খুন-হত্যার শিকার হয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ কিন্তু দমানো যায়নি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।




