২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের বক্তব্য শুনতে এলইডি স্ক্রিনে চোখ নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে শুনতে চট্টগ্রামের সিআরবি সাত রাস্তা মোড়ে এলইডি স্ক্রিনের সামনে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাত রাস্তার মোড়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এছাড়াও সিআরবি এলাকায় কয়েকটি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। সেগুলোর সামনে নেতাকর্মীরা সামনে অপেক্ষা করতে দেখা গেছে।
সীতাকুণ্ডে থেকে আসা মহসিন নামের এক কর্মী বলেন, মাঠে অনেক লোক সমাগম। তাই সিআরবি ছায়ায় দাড়িয়ে বক্তব্য শুনব। সাদ উদ্দিন নামের এক ছাত্রদল কর্মী কালের কণ্ঠকে বলেন, মাঠে মানুষ অনেক। তাই এলিইডির সামনে দাঁড়িয়ে তারেক জিয়ার বক্তব্যে শুনব। এর আগে সকাল থেকে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা মাঠে এসেছেন। রবিবার সকাল ৭টা থেকেই চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল করে সমাবেশস্থলে উপস্থিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নিয়েছেন চট্টগ্রামের একটি হোটেলে। এরপর পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দিয়েছেন।চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন সমাবেশস্থলে।

আরও পড়ুন