২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে নেতা–কর্মীদের ঢল

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনার অনুষ্ঠানস্থল বসুন্ধরার তিনশ’ ফুট এলাকা অগণিত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় তিন‘শ ফুটের সড়ক ও তার আশ-পাশের এলাকা গিয়ে এমন চিত্র দেখা যায়। মঞ্চের সামনে এবং আশ-পাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর।সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন দলের নেতা-কর্মীরা।সরেজমিনে দেখা যায়, গণসংবর্ধনার অনুষ্ঠানস্থলের মঞ্চ প্রস্তুত। মঞ্চে রয়েছে ১৯টি চেয়ার। মঞ্চের চারপাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।দীর্ঘ ১৭ বছর পর আজ দুপুরে বাংলাদেশে আসছেন তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে আসবেন তারেক রহমান। সেখানে তাঁকে বরণ করে নিতে অপেক্ষায় আছেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা।রাজধানীর কুড়িলের সড়ক থেকে শুরু করে ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন।নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে।

আরও পড়ুন