হাটহাজারী প্রতিনিধি: তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে একটি গোষ্ঠী অপপ্রচার শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। কেন্দ্রঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে উপজেলার ফতেহপুর, চিকনদন্ডি ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘তারেক রহমান এমন এক আদর্শিক নেতা, যার চিন্তা-চেতনায়, মন ও মননে শুধুই বাংলাদেশ। তাঁর মতো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আদর্শিক নেতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই। কিন্তু একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়।’
তিনি আরও বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের মুল্য দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতেই নিরাপদ। শহিদ জিয়ার নীতি-আদর্শ অনুসরণ করে আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হবে।’আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান মীর হেলাল।ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে হাটহাজারী উপজেলার আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল ফোরকান, হাটহাজারী পৌরসভা কমিটির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলার সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।
