অনলাইন ডেস্ক: বকেয়া বেতন ও ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া থাকলেও তা পরিশোধ না করে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা।জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটের দিকে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে যান।শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। প্রায় ৩০ মিনিট পর, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।আলোচনার অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।’





