১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসে (জুলাই) ৪১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ বছর আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ জনের, যার অর্ধেকই এই মাসে।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের, ফ্রেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। জুন মাসে ১৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর জুলাই মাসে দিল ৪১ জনের মৃত্যুর তথ্য। এদিকে মার্চ মাস ছিল মৃত্যু শূন্য।মৃত্যুর সঙ্গে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি ছিল। এই মাসে ১০ হাজার ৬৮৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। যেখানে চলতি বছরে ২০ হাজার ৯৮০ জনের ডেঙ্গু শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৭৮ জনের।

 

আরও পড়ুন