অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনাসহ খুনের সরাসরি নির্দেশদাতা এবং গুরুত্বপূর্ণ অপরাধীদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে আমরা এই অপেক্ষায় আছি। এরকম আশ্বাস যদি পাই, তাহলে আমরা মনে করি ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন হওয়ার কোনো বাঁধা থাকতে পারে না।’সোমবার (১৩ অক্টোবর) বেলা ১টার দিকে জামালপুর জেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।তিনি আরো বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নে আইনগতভিত্তি এবং নিশ্চয়তা যদি পায় এবং বিচারের প্রত্যাশিত অগ্রগতি।আমরা কখনোই বলিনি যে ১০০ মামলার সবগুলো আগামী ৬ মাসের মধ্যে বিচার হয়ে যাবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ ৫০ থেকে ১০০ জন যারা এই খুনগুলোর নির্দেশদাতা, যারা সরাসরি সম্পৃক্ত, যাদের প্রমাণ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা দৃশ্যমান কিছু শক্ত অবস্থানও তাদের পক্ষ থেকে দেখছি।
এছাড়াও তিনি আরো বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নামেই নির্বাচন করবে। আমরা প্রত্যাশা করছি, এনসিপির প্রতীক ‘শাপলা’,শাপলা নিয়েই নির্বাচন করবো। শাপলা প্রতীক নিয়ে আইনগত কোনো বাঁধা নেই। আশা করছি, আমরা শাপলা প্রতীকই পাব।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুল রহমান বকুল সহ জামালপুরের স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।এর আগে বেলা ১২টার দিকে সারজিস আলম জামালপুর জেলা ও উপজেলার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জেলা পরিষদ হলরুমেই সমন্বয় সভা করেন।
