১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ডবলমুরিংয়ে পুকুরে মিলল অজ্ঞাতনামা প্রতিবন্ধীর লাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর।সোমবার (২৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে দামুয়া নামে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলাম। তিনি বলেন, লাশটি পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন