নিজস্ব প্রতিবেদক: টেরীবাজার ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত “টেরীবাজার ব্যবসায়ী সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার সকালে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট উপ-কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ নাছির উদ্দিন, আহ্বায়ক টুর্নামেন্ট উপ-কমিটি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আবদুল মান্নান, সভাপতি, টেরীবাজার ব্যবসায়ী সমিতি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর।
অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সাবেক সংসদ সদস্য (সাতকানিয়া-লোহাগাড়া), চট্টগ্রাম-১৫ আসন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং জাহেদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চকবাজার থানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব বেলায়েত হোসেন, চেয়ারম্যান, সম্মানিত উপদেষ্টা পরিষদ, টেরীবাজার ব্যবসায়ী সমিতি, আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আরো উপস্থিত ছিলেন, আহমদ হোসেন, উপদেষ্টা, বাবু টিংকু বড়ুয়া, উপদেষ্টা। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি, আলহাজ্ব ফরিদুল ইসলাম, আলহাজ্ব গোলাম নবী, আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক, আলহাজ্ব মোহাম্মদ মহি উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, আলহাজ্ব এস.এস.এস. বাহাদুর, আলহাজ্ব ইশতেহাদ হোসেন রাজিব, সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, অর্থ সম্পাদক, মোহাম্মদ বাকের উল্যাহ, আইন বিষয়ক সম্পাদক, হারুনুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ ইব্রাহিম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক, মোঃ দিদারুল আলম, অডিটর সম্পাদক, হাফেজ তাজুল ইসলাম, ধর্মীয় সম্পাদক, মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), কার্য নির্বাহী সদস্য, আলহাজ্ব মোঃ আবু ছালেক, আলহাজ্ব আবুল কালাম কালু, সাবেক সাংগঠনিক সম্পাদক, টেরীবাজার ব্যবসায়ী সমিতি।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খাজা মার্কেট ফুটবল একাদশ বনাম কাটাপাহাড় তারুণ্য একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় খেলা শেষ হলে ট্রাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয়লাভ করে কাটাপাহাড় তারুণ্য একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।