১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মুক্তিপণ না পেয়ে রোহিঙ্গা শিশুকে হত্যা

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত মো. আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে বলে জানা গেছে। হ্নীলা নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খাল থেকে মো. আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মো. আব্দুল্লাহ টেকনাফ ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা মো. হামিদের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ২০ জুন বিকেলে মো. আব্দুল্লাহ খেলতে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরায় তাকে খুঁজতে শুরু করে পরিবার। একদিন পর অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরিবারের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দিতে রাজি হলেও শেষ পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিহত শিশুর মামা হাবিবুর রহমান জানান, অপহরণের পর মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেওয়া হয়। আজ সকালে খাল থেকে আব্দুল্লাহর মরদেহ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন