২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টি–টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন সিআরবিতে

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রোববার (২৬ অক্টোবর) সকালে নগরের ঐতিহাসিক সিআরবি এলাকায় ব্রিটিশ আমলের স্থাপত্যের সামনে আয়োজন করা হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠান।এ আয়োজনে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ যৌথভাবে ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের পর দুই অধিনায়ক ফটোসেশনে অংশ নেন।আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।এর আগে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টি–টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ দলের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

আরও পড়ুন