১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

 টহল দলের ওপর হামলা, ৩ পুলিশ গুলিবিদ্ধ মহেশখালীতে

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের ওপর গুলি ছুড়েছে ডাকাত দল। এতে মহেশখালী থানার এএসআই সেলিম ও কনস্টেবল সোহেলসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া সংলগ্গ কোহেলিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় একদল অপরাধী সড়কে বসে অপরাধ কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তাদের ধাওয়া করলে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে পুলিশের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অতীতে ওই আফজলিয়া পাড়া এলাকায় স্থানীয় এক সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পুলিশ ও যৌথ বাহিনীকে হামলা করে আহত করার ঘটনাও ঘটেছে। তারা দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জানা যায়, ঘটনার পরপরই ভোর রাত থেকে সকাল পর্যন্ত পুলিশ যৌথবাহিনীর একাধিক টিম অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে ডাকাত দলের সদস্যরা এলাকা ত্যাগ করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। হামলার পরপরই আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুরুল হক বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জানান, ঘটনার পর পর পুলিশ ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে। এখনো সেই এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি অভিযান চালানো হবে।

আরও পড়ুন