মীরসরাই প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার ৫ নং ওচমানপুর ইউনিয়নের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুল মোতালেবের পরিচালনায় শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা কেফায়েত উল্ল্যাহ, থানা ওলামা বিভাগের সহকারী হাফেজ ইসমাইল হোসেন, ডা. এমদাদুল হক, মাওলানা ইলিয়াস, ডা. অহিদুনন্নবী রাসেল, মোশারফ হোসেন প্রমুখ।
