১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে ‘সমর্পণ’ নাটক মন্থস্থ হবে ২৭ জুন

নিজস্ব প্রতিবেদক: জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম এর গ্যালারি হলে ২৭ জুন শুক্রবার ‘সমর্পণ’র ২টি শো মন্তস্থ হবে। চট্টগ্রামের একঝাঁক গুণীশিল্পীদের অভিনয় নৈপূণ্যে ভরপুর সামাজিক নাটকটির ১ম শো বিকাল সাড়ে ৫টায় এবং ২য় শো সন্ধ্যা সাড়ে ৬টায় মন্থস্থ হবে। নাটকটির প্রযোজনা স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমী,প্রযোজনা অধিকর্তা সৌহার্দ্য বড়ুয়া প্রিয়, পরিচালনায় রয়েছেন বড়ুয়া সীমান্ত। তাৎক্ষণিক জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম এর গ্যালারি হলের কাউন্টারে মাত্র ১০০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করা যাবে। সুস্থ ধারার বিনোদন উপভোগ করতে আয়োজক কমিটি সকলকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন।

 

আরও পড়ুন