প্রেস বিজ্ঞপ্তি: ঐতিহাসিক ৭ নভেম্বর, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম উত্তর জেলা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন করে। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান এবং সদস্য সচিব আশরাফুল আলম সিজান-এর নেতৃত্বে কর্মসূচিতে উত্তর জেলার পাঁচটি উপজেলা থেকে নেতা-কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বলেন, ৭ নভেম্বর শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি ছিল স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক অঙ্গীকার। শহীদ জিয়ার সেই আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের চলমান সংগ্রামে জিয়া সাইবার ফোর্স অগ্রণী ভূমিকা পালন করবে।সদস্য সচিব আশরাফুল আলম সিজান বলেন, অল্প সময়ের আহ্বানেও উত্তর জেলার প্রতিটি উপজেলা থেকে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, ৭ নভেম্বরের চেতনা আমাদের হৃদয়ে আজও অম্লান। আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় সংহতির এই ধারাকে এগিয়ে নিয়ে যাব।





