নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় জশনে জুলুসে একটি লোহার সাঁকো ভেঙে পড়ে কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুলুসে অংশ নিতে আসা মানুষের ভিড়ের চাপ সামলাতে না পেরে সাঁকোর একটি অংশ ভেঙে যায়। এতে হুড়োহুড়িতে অনেকে নিচে নালায় পড়ে আহত হন। স্থানীয়রা ও স্বেচ্ছাসেবীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ছাড়া নগরীর মুরাদপুর এলাকায় ভিড়ের মধ্যে পড়ে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে। একই এলাকায় ভিড়ে আহত দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকাল থেকে লাখো মানুষ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এ জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)। বৃহস্পতিবার থেকেই তারা চট্টগ্রামে অবস্থান করছেন।
