বিনোদন ডেস্ক: এবার চিত্রনায়ক জায়েদ খানের অতিথি হয়ে হলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। জায়েদ খান নিউ ইয়র্কে ‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ করে বেশ আলোচনা তৈরি করেছেন। তাই এই শোতে আগত অতিথিদের নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এবার তানিয়া আহমেদ অতিথি হওয়ায়, সেই আগ্রহ আরো বাড়বে বলেই মনে করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা ও বর্তমান সঞ্চালক।জায়েদ খান জানালেন তানিয়া এই শোতে এসে র্যাম্পে হেঁটেছেন। বললেন, বাংলাদেশে আজ থেকে ৩৫ বছর আগে র্যাম্পের প্রচলন শুরুই করেছেন তানিয়া আপা, মৌরা। এতোদিন পর যুক্তরাষ্ট্রে তানিয়া আপা আমার সঙ্গে র্যাম্পে হাঁটলেন, আমি সত্যিই গর্বিত। অভিনেত্রী তানিয়া নাটক-সিনেমায় বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিন দশক ধরে দর্শক মুগ্ধ করে রেখেছেন।
এবার তার জীবনের সেসব গল্পই জানা যাবে জায়েদ খানের সঙ্গে কথোপকথনে। ‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের প্রথম সিজনের ১২টি পর্ব করছেন জায়েদ খান। দর্শকপ্রিয় এই শোটি অল্প সময়েই অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় রেকর্ড হয়েছে শোটির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড।
শো’তে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ শেয়ার করেছেন তার ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের গল্প এবং নানা অজানা মুহূর্ত। জমজমাট কথোপকথন, খোলামেলা আলোচনা আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।জানা গেছে, পর্বটি শুক্রবার (৩০ জানুয়ারি) লাইভ সম্প্রচারিত হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেইজে।২০২৪ সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার কারণে তিনি আর দেশে ফেরেননি।মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করেছেন।




