অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার অ্যাম্বাসেডর মি. পার্ক ইয়ং সিক এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (২৮ জুলাই) দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক।
জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকটি দীর্ঘ সময় ধরে দ্বীপক্ষীয়, অর্থনৈতিক ও দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোলামেলা আলোচনা হয়েছে।
আমিরে জামায়াত বাংলাদেশের অগ্রসরমান, উন্নয়নশীল অর্থনীতির দিকে ইঙ্গিত করে বলেছেন, একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ বাংলাদেশ। টেকসই অর্থনীতির জন্য, আমাদের সাসটেইনেবল ইকোনমির জন্য অনেক কিছু করার সুযোগ ও উৎস এখানে বিদ্যমান। বিশেষ করে তিনি সারা দুনিয়ায় পোশাক শিল্পে প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছেন।
অধ্যাপক পরওয়ার বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশে রপ্তানির শুল্ক-ট্যারিফের বিদ্যমান সমস্যাটি দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আশা করা যায়, এটি একটি সহনীয় পর্যায়ে আমাদের জন্য নির্ধারিত হবে।
দলটির এই নেতা আরও বলেন, কোরিয়ান রাষ্ট্রদুত আগামী নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন। জামায়াত আমির বাংলাদেশের এসব বিষয় সম্পর্কে তাকে অবহিত করেছেন। বৈঠকে নির্বাচনের পিআর (PR) পদ্ধতি সম্পর্কেও আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক পরওয়ার।
