২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ শেষে জমা দিচ্ছেন মনোনয়নপত্র। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এ সময় পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে রবিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার পক্ষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এর আগে আমীর খসরু চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহাবুদ্দিন ভূঁইয়া।
অন্যদিকে রবিবার চট্টগ্রামের তিনটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্রসহ মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৬ জন, জেলা প্রশাসক কার্যালয় থেকে ১৮ জন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জাতীয় পার্টির মোহা. এরশাদ উল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি মনোনয়ন সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণঅধিকার পরিষদের রবিউল হাসান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গিয়াস উদ্দিন মনোনয়ন নেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন মোয়াহেদুল মাওলা।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) আসনে গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা এবং গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ মনোনয়ন নেন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে এবি পার্টির মো. দিদারুল আলম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন চৌধুরী মনোনয়ন সংগ্রহ করেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গণসংহতি আন্দোলনের নাছির উদ্দিন তালুকদার এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম ও এলডিপির নুরুল আলম মনোনয়নপত্র নেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টির মো. জোবাইরুল হাসান ও স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরী মনোনয়ন সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী ও বাকলিয়া) আসনে গণসংহতির সৈয়দ হাসান মারুফ, বাংলাদেশ সম অধিকার পার্টির দীপক কুমার পালিত, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম মনোনয়নপত্র নেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, জাতীয় পার্টির এমদাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইব্রাহীম ও গোলাম শাহাদাৎ বিটু মনোনয়ন সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়ন সংগ্রহ করেছেন। এ আসনে তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ভূঁইয়াও মনোনয়ন নেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ কাউছার ও এবি পার্টির তৌহিদ হোসেন মজুমদার মনোনয়ন সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌং ও বিএনপির হামিদুল ইসলাম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির ১২ জন মনোনয়ন প্রত্যাশীর পাশাপাশি এলডিপির ওমর ফারুক, জামায়াতে ইসলামীর মো. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির মো. বাদশা মিয়া, ইসলামী আন্দোলনের মো. আবদুল হামিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌলানা মো. সোলাইমান, ইনসানিয়াত বিপ্লবের এইচ এম ইলিয়াছ, এনসিপির মুহাম্মদ হাসান আলী এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও জসীম উদ্দিন মনোনয়ন সংগ্রহ করেন।
এছাড়া চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান গণি এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদের আরিফুল হক, বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক ও খেলাফত মজলিসের নেছার উদ্দিন মনোনয়নপত্র নেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, শেষ দিনে মনোনয়ন জমার চাপ আরও বাড়বে এবং যাচাই-বাছাই শেষে চট্টগ্রামের প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে।

 

আরও পড়ুন