১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দাবি

অনলাইন ডেস্ক: প্রতিবছরের মতো এবারও ঐতিহাসিক জন্মাষ্টমী মহাশোভাযাত্রার ব্যাপক প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় কমিটি।নগরের আন্দরকিল্লা মোড়ে শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় মহাশোভাযাত্রা উদ্বোধন হবে।এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মেয়র, সাধু-সন্ত, কূটনীতিক ও রাজনীতিবিদরা অংশ নেবেন।টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালী, নিউমার্কেট, তিন পোল, বোস ব্রাদার্স, ডিসি হিল, চেরাগি পাহাড় হয়ে জেএম সেন হলে ফিরে আসবে মহাশোভাযাত্রা।
বেলা ২টায় জেএম সেন হলে যুব সম্মেলন। বিকেল তিনটায় মাতৃসম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিকেল পাঁচটায় ধর্ম সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেএম সেন হলের জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু।চার দিনের অনুষ্ঠানে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা ও বিকেল ৫টায় সনাতনী কনসার্ট, ১৭ ও ১৮ আগস্ট ষোড়শপ্রহর মহানামযজ্ঞ হবে।
সংবাদ সম্মেলনে ১০টি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশের নাগরিক হিসেবে সনাতন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত, বেদখল হওয়া সনাতন সম্প্রদায়ের দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং সনাতনীদের হস্তান্তর, অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত কমিশনে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি সংযুক্ত এবং সনাতনীদের দাবি নিয়ে আলোচনা, বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী নেতাদের দখলে থাকা অর্পিত সম্পত্তিগুলো উদ্ধার এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্পিত সম্পত্তি মামলার নিষ্পত্তি, সংসদে সনাতন সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিতে সংখ্যানুপাতে সনাতন সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত করা এবং আসন সংরক্ষিত করা।
এছাড়া সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচারে দ্রুত ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, পালি শিক্ষা বোর্ড ও সংস্কৃত শিক্ষাবোর্ড গঠন, ডিজিটাল সিকিউরিটি আইনের নামে বিগত সরকারের সময় সারাদেশে সনাতন সম্প্রদায়ের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় আগের মতো যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে তা নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনোভাব এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, বিপ্লব দে, বিদ্যালাল শীল, উজ্জ্বল বরণ বিশ্বাস, জুয়েল চক্রবর্তী, এস প্রকাশ পাল, দীপ্তি দাশ প্রমুখ।

আরও পড়ুন