১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছ্যাঁকা খেয়েছি, এরপর বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের আলোচিত মুখ সেমন্তী সৌমি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নিজেকে এখন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার একজন সক্রিয় অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। গ্ল্যামারাস লুক ও সাহসী ব্যক্তিত্বে দর্শকমহলে যেমন জনপ্রিয়, তেমনি ব্যক্তিজীবনের নানা মন্তব্যেও উঠে আসছেন আলোচনায়।সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেমন্তী সৌমি নিজের প্রেম ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। তিনি বলেন, ‘আমি জীবনে একটা ছ্যাঁকা খেয়েছি। মনে রাখার মতো একটা ছ্যাঁকা। এরপর থেকে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না।’তার ভাষ্য অনুযায়ী, বিদেশি ছেলেরা অনেক বেশি ভদ্র, লয়্যাল এবং মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল।
সৌমি আরও বলেন, ‘বাংলাদেশি ছেলেরা জানে না কোন মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, কথা বলতে হয়। আমি কাউকে ছোট করছি না, কিন্তু যাদের দেখেছি, তারা এমনই ছিল। হয়তো এটা আমার ব্যাডলাক।’
ভ্রমণপ্রিয় এই অভিনেত্রী জানান, ‘বিদেশে ঘুরতে গেলে বিদেশি ছেলেদের আচরণ দেখে ভালো লাগে। তারা গুড লুকিং, স্মার্ট এবং খুবই ভদ্র। তখনই মনে হয়, তারা অনেক বেশি বিশ্বস্ত।’নিজের সম্পর্ক স্ট্যাটাস স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, ‘আমি পিউর সিঙ্গেল। এখন আর প্রেম করার সময় নেই। একেবারে বিয়ে করব। যদি শোনেন আমি কারও সঙ্গে প্রেম করছি, তাহলে জেনে নিবেন—সেটা ভুয়া।’
সেমন্তীর মিডিয়া যাত্রা শুরু ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে, যেখানে তিনি ছিলেন সেরা ১০ প্রতিযোগীর একজন। এরপর গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রথমবারের মতো টেলিভিশন পর্দায় আসেন।
তার অভিনয় ক্যারিয়ারে মোড় ঘোরানো কাজ ছিল মাসুম মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটক, যেখানে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর ‘প্রহর’, ‘রাফ ম্যান’, ‘দ্য মাস্টারপিস’, ‘গৃহবধূ’সহ বেশ কিছু নাটকে নিজের জায়গা তৈরি করেন।বড়পর্দায়ও পা রেখেছেন নায়িকা হিসেবে সৌমি। তার প্রথম সিনেমা ‘বয়ফ্রেন্ড’। সেমন্তীর বাবা কলকাতার এবং মা বাংলাদেশের। সেই সূত্রে তিনি জন্মসূত্রে কলকাতার হলেও বেড়ে উঠেছেন ঢাকাতেই। এরইমধ্যে বিবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।

আরও পড়ুন