২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্র আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতার দুই সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী ও ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো মামলার আসামি দেলোয়ারের দুই সহযোগীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক দুই যুবলীগ নেতা হলেন— বাকলিয়ার চাক্তাই ৩৫ নং ওয়ার্ডের কালাম কলোনির মৃত মনির হোসেনের ছেলে মো. রুবেল (২৭) ও অপরজন বাকলিয়ার নতুন ব্রিজ এলাকার আমির হোসেনের ছেলে মো. আলী (২৬)।রোববার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সরকার বিরোধী মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। আজ (৬ অক্টোবর) সোমবার দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খুলশী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দেলোয়ারের সহযোগী রুবেল ও আলীকে ডিবি আমাদের হেফাজতে দিয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটক রুবেলের বিরুদ্ধেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন