২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী শতাধিক নেতাকর্মী

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের হোসেনপুর মহল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তাদের ফুল দিয়ে বরণ করে নেন।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তাদের ছাত্রদলে যুক্ত হওয়া আগামীতে গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক আহ্বায়ক সজিব সরকার, যুগ্ম আহ্বায়ক ইসান, সহ-যুগ্ম আহ্বায়ক অয়ন ও মুখ্য সংগঠক সেজানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সজিব সরকার বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম, বিএনপির মাধ্যমে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব। তাই জেলা সদরসহ উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও তাড়াশ উপজেলা শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছি।

আরও পড়ুন