২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবি তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে পর্যটক আহত

অনলাইন ডেস্ক উত্তর-পশ্চিম চীনের কোকটোকা এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) এক পর্যটক স্কিয়ার তুষার চিতাবাঘের হামলায় আহত হন। হোটেলে ফেরার পথে ছবি তোলার জন্য তিনি বাঘটির খুব কাছে চলে গেলে হঠাৎ সেটি তাকে কামড় দেয়।স্থানীয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই পর্যটক গাড়ি থেকে নেমে বিশ্বের অন্যতম বিরল বন্যপ্রাণী তুষার চিতাবাঘটির ছবি তুলতে যান। তখনই প্রাণীটি আক্রমণ করে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তুষারময় জমিতে আহত পর্যটক পড়ে আছেন এবং কাছেই বসে আছে তুষার চিতাবাঘটি। পরে সেখানে থাকা দুই ব্যক্তি তাকে সহায়তা করে নিরাপদ স্থানে নিয়ে যান।
বন বিভাগ জানিয়েছে, আহত পর্যটককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং মানুষকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে।পর্যটকদের বন্যপ্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং বিপদে পড়লে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
তুষার চিতাবাঘ মধ্য ও দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলের প্রাণী এবং চীনে এটি একটি সুরক্ষিত প্রজাতি। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে তুষার চিতাবাঘের সংখ্যা মাত্র ৪ হাজার থেকে ৬ হাজার ৫০০, যার প্রায় ৬০ শতাংশ চীনে বাস করে।ঘন সাদা-ধূসর লোমের এই লাজুক প্রাণীগুলো সাধারণত উঁচু পাহাড় ও কঠিন পরিবেশে থাকে এবং মানুষের ওপর আক্রমণ খুবই বিরল।সূত্র: সিএনএন

আরও পড়ুন