৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়েটে মধ্যরাতে বিক্ষোভ মিছিল, শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ

চুয়েট প্রতিনিধি : আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা শেখ হাসিনার কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানান।বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।এরপর শিক্ষার্থীরা শেখ হাসিনার কুশপুত্তলিকায় আগুন দেন।
মিছিলে অংশগ্রহণকারী পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইতমাম ওবায়েদ সামিন বলেন, ‘আগে যারা বলত বিদেশ থেকে আন্দোলন পরিচালনা করা যায় না, তারাই এখন তাদের নেত্রীকে বিদেশে রেখে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। ইতিমধ্যে তারা বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস চালিয়েছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, আমরা এখনো রাস্তায় আছি এবং যতদিন প্রয়োজন হবে থাকব।তবে দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না।’
জানা গেছে, গত ১০ মে নির্বাহী আদেশের মাধ্যমে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটি ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসন্ত্রাস ঘটিয়েছে।

আরও পড়ুন