২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চিত্রনায়িকা মুনমুনের সহকারী অর্ণব মারা গেছেন

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মুনমুনের সহকারী মাহি অর্ণব মারা গেছেন। বিষয়টি জানিয়েছেন মুনমুন নিজেই। তবে কিভাবে মারা গেছেন, সেটা জানাতে পারেননি অভিনেত্রী। মুনমুন বলছেন, আমার দীর্ঘ দিনের এসিস্ট্যান্ট মাহি অর্ণব আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। হঠাৎ করেই খবরটা শুনে খুব খারাপ লাগছে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মাহি আমার সাথে কাজ করেছে। আলোচিত এই অভিনেত্রী বলেন, এখনো কানে বাজে ফোন করে বলতো আপু কবে শুটিং করবা কবে শো আছে আর কাজে গেলে আমার সাথে সেলফি তুলতে ভীষণ ভালোবাসতো।আপনারা যারা মাহিকে চেনেন তারা দোয়া করবেন মাহির জন্য খুব দুঃখী ছেলে ছিল।
নায়িকা মুনমুন আরো বলেন, ২০১৯ সালে ওর মা মারা যাবার পর খুব কান্না করেছিল আমাকে বলেছিল আপু আমিও আমার আম্মার কাছে চলে যাব। সেদিন মাহিকে আমি কোন সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাইনি। আজ মাহিও ওর আম্মার কাছে চলে গেল।
দুই মাস আগেও ওর সাথে আমার কথা হয়েছিল কত দোয়া করলো আমাকে মনের থেকে। সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ তা’আলা যেন ওকে জান্নাতে থাকার তৌফিক দান করেন।

আরও পড়ুন