১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চালের বাজারে অভিযান : পাহাড়তলীতে জরিমানা গুনল তিন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এতে ওজনে কম দেওয়া, নিম্নমানের চাল প্যাকেটজাত ও মূল্য তালিকার অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মেসার্স চৌধুরী অ্যান্ড কোং-কে ১ লাখ, মেসার্স হক রাইস এজেন্সিকে ৮ হাজার এবং মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন,অভিযানে বরাবরের মতো ওজনে কম দেওয়া, নিম্নমানের চাল ভিন্ন নামে বাজারজাত ও মূল্য তালিকা না রাখার বিষয়গুলো দেখা হয়। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

আরও পড়ুন