২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বদলি

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে বলা হয়, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। অন্যথায় ওই তারিখ থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, দ্রুত নতুন দায়িত্বে যোগ দেবেন।

আরও পড়ুন