১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে শেফালী জারিওয়ালা, ভক্ত- বলিউড ইন্ডাস্ট্রি শোকাহত

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালী জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, শেফালীর স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে হাসপাতালে নিয়ে যান। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।শেফালীর মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন। তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অংশ নিয়ে রাতারাতি পরিচিতি পান শেফালী জারিওয়ালা। এরপর বেশ কিছু মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতে অংশ নেন। ২০১৯ সালে বিগ বস সিজন ১৩-তে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।শেফালীর অকাল প্রয়াণে তার ভক্ত ও বলিউড ইন্ডাস্ট্রি শোকাহত।

আরও পড়ুন